রাজ্যজুড়ে সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস । শুক্রবার থেকে ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলা দুই মেদিনীপুর, হাওড়া এবং দুই ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।। শুক্রবার শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। দুর্যোগ চলবে শনি এবং রবিবার পর্যন্ত।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। কলকাতায় বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৭ শতাংশ।