বৃষ্টি ফিরছে বঙ্গে। তবে তার জন্য আর কিছু অপেক্ষা করতে হবে। তাহলে এই সময়ে। গরম আর অস্বস্তি ছাড়া আর কোনও খবর নেই। আলিপুর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দুই বঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে গরম। তবে উত্তরের চেয়ে দক্ষিণের তাপ বেশি থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, স্লগ ওভারে দাঁড়িয়ে রয়েছে বর্ষা। তার জেরে সেপ্টেম্বরের গোড়ায় বৃষ্টি ফিরতে পারে। এমনিতেই সেপ্টেম্বর মাস ভরা কোটালের। তাতে বৃষ্টি ফ্যাক্টর হতে পারে। কবে ফিরবে বৃষ্টি ?
আরও পড়ুন : ভরসা 'পাসিং শাওয়ার', ভ্যাপসা গরম নিয়ে ফিরছে ভাদ্র
যা খবর, তাতে আগামী মাসের গোড়ায় রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততদিন আপতত ভ্যাপসা। গত কয়েকদিনের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি এখন অনেকটাই কম। তুলনায় দক্ষিণবঙ্গে এই বছর বৃষ্টিই হয়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি ফিরলে তার দাপট এবার থাকতে পারে দক্ষিণবঙ্গেই।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। সারাদিন আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি নয় বাড়বে গরম।