শুক্রবার থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া । আলিপুর আবহাওয়া দফতরের তরফে, বৃষ্টির পূর্বাভাস আগেই মিলেছে । জানা গিয়েছে, শুধু শুক্রবার নয়, শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে । এছাড়া, রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে, ৭ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে । তাহলে কি কালীপুজোর আগেই শীত পড়বে বঙ্গে ? সেই নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর ।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির পূর্বাভাস নেই । সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে । তবে, রাতের দিকে তাপমাত্রা ফের কমতে পারে । কলকাতাতেও এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
বৃহস্পতিবার উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে । তবে, ৩ নভেম্বর বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে । বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে । আপাতত, ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে ।