গত কয়েক সপ্তাহ ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘামজনিত অস্বস্তিতে হাঁসফাঁস করেছে মানুষ। অবশেষে সামান্য স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather Office)। বৃহস্পতিবার কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে অস্বস্তিও কিছুটা কমবে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়ায়। বিকেলের দিকে বৃষ্টির জেরে ফিরতে পারে স্বস্তি।
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা জিতে জনি ডেপ পাচ্ছেন ১১৭ কোটি
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ হতে পারে বৃষ্টিপাত।আজ থেকে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাত। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা।