কখনও ঠান্ডা, কখনও চড়চড় করে বাড়ছে তাপমাত্রা (West Bengal Weather Update) । তার জন্য মাঝেমধ্যে চালাতে হয়েছে ফ্যানও । গোটা ডিসেম্বর মাসজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষ্মী থেকেছে রাজ্যবাসী । জানুয়ারি পড়লেও, সেই জাঁকিয়ে শীতের দেখা নেই । উল্টে বছরের প্রথম দিন থেকে তাপমাত্রা (Weather) বেড়েছে । বছরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ, সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য কমেছে । যদিও, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হবে । রোদের তেজ সেভাবে থাকবে না । কলকাতার আংশিক মেঘলা আকাশ থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । অন্যদিকে, বছরের প্রথম দিনে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে ছিল । যদিও তুষারপাত হয়নি ।
জেলায় জেলায় ভোর ও রাতের দিকে শীতের আমেজ কিছুটা পাওয়া যাচ্ছে । তবে বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া দুর্বল । সেকারণে জাঁকিয়ে শীতের দেখা নেই বঙ্গে ।