আবারও নিম্নচাপ, আবারও বৃষ্টির ভ্রুকুটি । চলতি সপ্তাহের শনি ও রবিবার ভেস্তে যেতে পারে পুজোর মার্কেটিং । সেরকমই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। শুক্রবার কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, দুপুরের পর থেকে বদলে যেতে পারে আবহাওয়া । আর শনিবার থেকে আগামী চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে অপেক্ষাকৃত ভারী বৃষ্টি (Rain in Bengal) হতে পারে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনি-রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা । এছাড়া, বাকি জেলাগুলিও বৃষ্টিতে ভিজবে । মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে । সেক্ষেত্রে, উইকেন্ডে পুজোর বাজার মাটি করে দিতে পারে বৃষ্টি । হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে ।
আরও পড়ুন, Siliguri News : ইউপিআই জালিয়াতির শিকার শিলিগুড়ির যুবক, খোয়ালেন প্রায় ৮০ হাজার !
শুক্রবার উত্তেরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা । মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস ।
এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা । গুমোটভাব । আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে । এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে । শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াল এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।