রাজ্যজুড়ে ফের বাড়বে তাপমাত্রা । গত কয়েকদিনের বৃষ্টি সামান্য স্বস্তি দিয়েছিল বাংলাকে । কিন্তু, সোমাবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে । মঙ্গলবার থেকে আগামী পাঁচদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে । ভ্যাপসা গরমে ফের নাজেহাল হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি । পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা । লু বইতে পারে কোথাও কোথাও ।
সোমবার কেমন থাকবে আবহাওয়া ?
সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম । এদি সকাল থেকেই চড়া রোদ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া গরম বাড়বে । বিকেলের দিকে মেঘলা আকাশ থাকতে পারে । তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । সপ্তাহের প্রথম দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক । এদিন দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে ।
সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বর্জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । মঙ্গলবারও এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । উত্তরের মাল, দুই দিনাজপুরে বাড়বে তাপমাত্রা ।