পুজোর আর মাস দেড়েকও বাকি নেই, সবে শরতের আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখা গিয়েছে কী যায়নি, নতুন করে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতি শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকলেও শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল চোখে পড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যেই সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় বৃহস্পতিবার কোথাও রোদ, কোথাও মেঘ, তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। গতকালও বৃষ্টি হয়নি তিলোত্তমায়। শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের কম-বেশি বৃষ্টি চলবে ওপরের ৫ জেলায়, অর্থাৎ দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। আগামী শনি ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।