গত কয়েকদিন ধরেই দুপুর-বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে । মাঝে শনিবার সেভাবে বৃষ্টি না হলেও রবিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া । তবে, মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে । ফের ভ্য়াপসা গরমে নাজেহাল হতে পারেন বঙ্গবাসী ।
রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় । উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা বাড়বে । ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরোতে পারে । উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে ।
এদিকে, তাপমাত্রার হেরফেরে শারীরিক অসুস্থতা বাড়ছে । বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি কিংবা গলা ব্যাথায় ভুগছেন । সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।