কেরলে বর্ষার (Monsoon) আগমন শুধু সময়ের অপেক্ষা । আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু কেরলে (Kerala) প্রবেশ করতে চলেছে । আর কেরলে বর্ষা ঢোকা মানেই বাংলায় বর্ষার জন্য দিনগোনা শুরু । তবে, বাংলায় (West Bengal Weather Update) কবে বর্ষা ঢুকবে, তা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা । এদিকে, আগামী দুদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা (Kolkata Weather) বাড়বে । সেইসঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়বে । বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ।
আরও পড়ুন, Jalpaiguri Dialysis fraud: জলপাইগুড়ি হাসপাতালে মৃতদের নামে লক্ষাধিক টাকার ভুয়ো ডায়ালিসিস বিল
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। । মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে । রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে ।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।
এদিকে, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম আরব সাগরে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু । দক্ষিণ বঙ্গোপসাগরের পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে মৌসুমী বায়ু । যেকোনওদিন কেরলে বর্ষা প্রবেশ করতে পারে ।