গত কয়েকদিনের মতো আজ, শনিবারও বিকেলে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে দাবি আলিপুর আবহাওয়া দফতরের। এরমধ্যে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার খবর মিলিছে। আলিপুরের দাবি, যা আগামী সোমবার থেকে রাজ্যে প্রবেশ করতে পারে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা আগামী বেশ কয়েকদিন সক্রিয় থাকার সম্ভাবনার কথাই জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি।
এদিকে শুক্রবারও কালবৈশাখী বয়ে গিয়েছে কলকাতার উপর দিয়ে। ঘণ্টায় তার গতিবেগ ছিল ৫৫ কিলোমিটার। যার জেরে শহরের বিভিন্ন রাস্তায় গাছ উলটে যাওয়ার খবর মিলেছিল। কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলাও বয়েছে ঝড়ো হাওয়া। বাঁকুড়ায় রাস্তা থেকে গাছ সরাতে দেখা গিয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, প্রতিদিন বিকেলে ঝড় বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা বেশ অনেকটা করেই কমে যাচ্ছে। শনিবারও বিকেলে বৃষ্টি হলে, সেই সম্ভাবনা থাকতে। হাওয়া অফিসের দাবি, এক বৃষ্টিতে প্রায় দেড় ডিগ্রি করে তাপমাত্রা কমছে। শুক্রবারও কলকাতায় রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়। তবে সকালে যেমন গরমের ভাব ছিল, তেমনই থাকবে বলে জানানো হয়েছে। থাকবে আদ্রর্তা জনিত অস্বস্তিতেও।