সপ্তাহের শুরুতেই টানা দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ১৫ মার্চ থেকেই রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হয়েছে নিয়মিত ভাবে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। নতুন সপ্তাহে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি।
Parambrata-Swastika: রাজনৈতিক থ্রিলারের হাত ধরে বহু বছর পর পর্দায় একসঙ্গে পরমব্রত-স্বস্তিকা
রবিবার দুপুর থেকেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টির পূর্বাভাস ছিল। যার জেরে বেশ কিছু জায়গায় তাপমাত্রার দাপটও কমে। সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মার্চ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যাৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।