সকাল থেকে রোদ ঝলমলে আকাশ অথচ দুপুর গড়াতেই আচমকা বৃষ্টি, আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে রীতিমতো অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। এর মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যায়ে জেরে শনি এবং রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। তবে, বৃষ্টির পরিমাণ বাড়লেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
শনি এবং রবিবার নয়, দক্ষিণবঙ্গে এই বৃষ্টির দাপট চলবে আগামী চার - পাঁচ দিন ধরে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপের কারণে ইতিমধ্যেই আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
অন্যদিকে, দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।