অবশেষে কি দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা কাটছে? গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাতের জেরে কিছুটা হলেও ঘাটতি মিটেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ রোদ্দুরের খেলা চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতেও।
দার্জিলিং সহ পার্বত্য এলাকায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। এদিকে ভারী বৃষ্টি হবে সমতলের তরাই ও ডুয়ার্সে।