মাঝ মাঘে ঠান্ডা অনেকটাই কম দক্ষিণ বঙ্গে। কিন্তু উত্তরে পাহাড়ে রাণী মানে দার্জিলিং (Darjeeling)-এ কিন্তু কনকনে ঠান্ডা। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। কুয়াশার চাদরে ঢাকা দার্জিলিং। বরফপাত না হলেও তাপমাত্রা বেশ কম। ৭ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা (Temperature)। একই রকম ছবি কার্শিয়াং-কালিম্পং-এও।
মাঘে দেখা নেই হাড়কাঁপানো ঠাণ্ডার। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল কুয়াশায় মোড়া। বেলা বাড়তেই তা কেটে দেখা দেয় রোদ্দুর।
Raj-Subhashree-Saraswati Puja: ভীষণ ব্যস্ত ইউভান, রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোয় তারকাদের সমাহার