দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update) বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ (Heat Wave) । শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । সপ্তাহের শেষে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা । এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
কলকাতায় বৃষ্টি (Kolkata rain) কবে ? আগামী চার-পাঁচদিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে আগামী সোমবার বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে । বুধবার কলকাতার তাপমাত্রা সামান্য কমেছে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।
পশ্চিমের জেলাগুলিতে আজও তীব্র গরম থাকবে । বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে । গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, Bengal school summer vacation : রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে ? জানা যেতে পারে বুধবার নবান্নের বৈঠকে
উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর মনোরম থাকবে । বুধবারও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ২৮ তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে । ২৯ তারিখ পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে । ২৯ তারিখ উত্তরবঙ্গের সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ।
এদিকে, বাংলায় তাপপ্রবাহ পরিস্থিতি নিুয়ে বুধবার রাজ্যের সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত থাকবেন জেলার পুলিশ (Police) সুপাররা । রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি ছাড়াও বিভিন্ন সুরক্ষা প্রকল্প ও করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে, খবর সূত্রের । রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আসবে কি না সেই বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে ।