গত কয়েক দিন টানা বৃষ্টির দাপট দেখেছে দক্ষিণবঙ্গ! মঙ্গলবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। ২ দিনের বিশ্রাম নিয়ে ফের কামব্যাক করতে চলেছে বৃষ্টি। সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোনও জেলাতেই ভারী বর্ষণ হবে না। হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
Asian Games 2023: এশিয়ান গেমসে জোড়া পদকের স্বপ্ন দেখাচ্ছে বঙ্গ তনয়া প্রণতি
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা।