চলতি বছর বর্ষায় বৃষ্টির প্রচুর ঘাটতি থাকায় পুজোর সময়কার সম্ভাব্য আবহাওয়া নিয়ে চিন্তায় গোটা রাজ্যবাসী। এরই মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। পুজোর মুখে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গে আরও ৪৮ ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ঘাম থাকবে শহরে। শহরে আজ দিনের তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।
Durga Puja 2022 : মহালয়ায় সুরুচির থিম রিলিজ, ঢাক বাজালেন জনি কাউকো ও পোগবা, সঙ্গ দিলেন অরূপ বিশ্বাস
দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে আগামিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।