রবিবার বিকেল থেকেই আবহাওয়া বদলের ইঙ্গিত। শনিবার রৌদ্রজ্বল ছিল আকাশ। তবে সপ্তাহভর ভ্যাপসা গরম থাকার পর রবিবার বিকেল থেকেই ভোল বদল হতে পারে আবহাওয়ার, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হতে পারে ঝড়ও। উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে যার যেরে একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে৷
মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া– রবিবার এই জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার শহরের তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।