সপ্তাহের প্রথম দিন সকালটা তিলোত্তমায় রোদ ঝলমলে হলেও বেলা বাড়লে রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে।
বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ায় রবিবার রাত থেকেই আকাশ কালো করে ভারী বৃষ্টি হয়েছে কলকাতায়। সোমবার গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
Dengue: কলকাতা সহ সব জেলায় ডেঙ্গু সতর্কতা, চার জেলায় চিহ্নিত 'হটস্পট'
আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।