জুলাই শেষেই বৃষ্টির ঘাটতি। যা কার্যত স্বীকার করে নিল আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কমবে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি বাড়বে গরমের দাপট। তবে স্বস্তি থাকবে উত্তরবঙ্গে। সেখানে বৃষ্টির পরিমাণ একই থাকবে বলে দাবি হাওয়া অফিসের।
হাওয়া অফিসের দাবি, জুলাই-অগাস্টের এই সময় বৃষ্টির ঘাটতি দেখা যায়, যা স্বাভাবিক। আবার ধীরে ধীরে তা মিটে যায় বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, এবার বর্ষার শুরুতে অনেকটাই বেশ বৃষ্টি হয়েছে। তবে সেটা হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শুরু থেকে যে ঘাটতি ছিল, তাই রয়েছে।
আরও পড়ুন : বর্ষা বিদায়ের আগে সাময়িক কমছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ফের অস্বস্তি
এই সময়ে রাজ্যের খুব কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে, তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দিহান আলিপুর আবহাওয়া দফতর। তবে, এই ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের বৃষ্টিকে ব্যাহত করবে না বলেই দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সারাদিনে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্র থাকবে যথাক্রমে ৩৩ এবং ২৮ ডিগ্রি।