ছুটির সকাল । আজ মহানগরীর (Kolkata Weather) ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে । ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় (Kolkata Rain Forecast) । তবে, একটানা বৃষ্টি হচ্ছে না । দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । সারাদিনই এমন আবহাওয়া (West Bengal Weather Update) থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে । সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির (Bengal Rain Forecast) পরিমাণ বাড়বে ।
আরও পড়ুন, monkeypox:মাঙ্কিপক্স এক ‘বিশ্বব্যাপী জরুরি অবস্থা’, ঘোষণা করল WHO
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
এদিন,কলকাতার আকাশ মেঘলাই থাকবে । সেইসঙ্গে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । রবিবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে ।