রাজ্যজুড়ে (West Bengal Weather Update) গত তিন-চারদিনের বৃষ্টিতে (Rain in Bengal) তাপমাত্রা অনেকটাই কমেছে । হালকা ঠান্ডার শিরশিরানি টের পেয়েছে রাজ্যবাসী । তবে, বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । এদিন থেকেই আবহাওয়ার উন্নতি হবে । বৃষ্টি কমে যাবে । কিন্তু, শনিবার থেকে ফের দুর্যোগের আশঙ্কা থাকছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস । আকাশ আংশিক মেঘলা থাকবে । বেলা বাড়লে রোদের দেখা মিলবে । সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে । বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি না হলেও ফের শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
আরও পড়ুন, Cow Smuggling Case : গরু পাচারকাণ্ডে এবার আসানসোল জেল সুপারকে দিল্লিতে তলব ইডির
অন্যদিকে, বৃহস্পতিবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে । শনিবার পর্যন্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।