বৃষ্টিভেজা রবিবারের সকাল । এদিন, সকাল থেকেই আকাশের মুখভার (West Bengal Weather Update) । মাঝে মাঝে ঝেঁপে নামছে বৃষ্টি । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে হালকা রোদের দেখা । কিন্তু, তা বেশিক্ষণের জন্য নয় । সারাদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
এদিকে, একটি নিম্নচাপ তৈরি হচ্ছে । যদিও তার প্রভাব রাজ্যে সেভাবে পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণের (South Bengal Weather) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও কমতে পারে ।
আরও পড়ুন, Bangladesh Accident : বাংলাদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১৭, ড্রাইভারের অসাবধনতার জের ?
সোম ও মঙ্গল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে । তবে ভারী বৃষ্টি হবে না । আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে ।
উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
কলকাতার আকাশ এদিন আংশিক মেঘলা থাকবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস সূত্রে খবর,কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ।