নিম্নচাপের মেঘ সরেছে । ভাদ্রে এখন বর্ষার বৃষ্টিতে ভিজছে শহর (West Bengal Weather Update) । মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগের কালো মেঘে ঢেকেছে আকাশ । ঝিরিঝিরি বৃষ্টিও (Rain Forecast in Bengal) শুরু হয়েছে । কয়েকজায়গায় আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের (Rain In South Bengal) ৬ জেলায় এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সরলেও মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয় । দিঘার উপর দিয়ে গিয়েছে এই মৌসুমী অক্ষরেখা । এর প্রভাবেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ( Bengal Weather Forecast)। কলকাতায় সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে । সারাদিন শহরজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস । আর দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দিনভরই এরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিস । শুধু তাই নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্যজুড়ে । বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম রয়েছে । জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে ।
আরও পড়ুন, West Bengal Weather Update: সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি , দিনভর ভিজবে শহর
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বেশি বৃষ্টি হতে পারে । সেইসঙ্গে এই জেলায় দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে । স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।