আগামী চব্বিশ ঘণ্টায় কেমন থাকবে বাংলার আবহাওয়া ? আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত,গরমের পাশাপাশি মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। কারণ, বাংলাদেশের ঘূর্ণাবর্ত এখন রাজ্যের গাঙ্গেয় অঞ্চলে রয়েছে। এর জেরে দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
তবে, আগামী কয়েকদিনে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। ভাদ্র মাসের শুরুতেই কোটাল থাকে। যার প্রভাব অবশ্য উত্তরবঙ্গের নদীগুলোতে পড়ছে না। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গের নদীগুলোতে পড়বে বলে দাবি আবহাওয়াবিদদের।
এখন থেকেই অবশ্য হাত গোনা শুরু হয়ে গিয়েছে পুজোর আবহাওয়া নিয়ে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পুজোর এখন অনেক দেরি। তবে মোটামুটি ভাবে দাবি করা যেতে পারে, এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।