সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতার একাধিক এলাকায়। শুক্রবারও নিম্নচাপের জেরে শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরেই এদিন সকাল থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতা-সহ হাওড়া, হুগলির বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।
বৃহস্পতিবার আলিপুরের পূর্বাভাস ছিল, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। ভিজবে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাও। কারণ, নিম্নচাপ দূরে চলে গেলেও, তা এখনও অবস্থান করছে ঝাড়খণ্ডের উপরে। যার জেরে দুই বঙ্গেই বৃষ্টি সম্ভাবনা থাকছে।
এদিনও হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার প্রায় সারাদিন এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মূলত মেঘলাই থাকবে কলকাতার আকাশ। তবে রবিবার থেকে খানিকটা উন্নতি হতে পারে আবহাওয়ার।