দিন কয়েকের বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তীব্র গরম থেকে আপাতত স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি।
বুধবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্র বিদ্যুৎসহ দুই-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বিকেলের পর বৃষ্টির তেমন কোনও সম্ভবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন - OMR শিট ভরাতে লোক নিয়োগ, বাজার থেকে তুলেছেন ১০০ কোটি, আদালতে অয়ন শীলকে নিয়ে দাবি ইডির
আলিপুর সূত্রে খবর, বুধবার বিকেল থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটবে। তবে, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত একই রকম থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।