শীতের আমেজ মিলতে না মিলতেই ফের বৃষ্টির ভ্রুকুটি । একটু একটু করে বাড়ছে তাপমাত্রাও । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একইসঙ্গে নভেম্বরের শুরু থেকেই বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়বে ।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই । তবে, শুক্রবার রাজ্যের চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় । উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস । বুধ থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।
বুধবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । তবে বৃষ্টি হবে না কলকাতায় । তবে, সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হবে । আবার রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে । আপাতত কয়েকদিন তাপমাত্রা ওঠানামা করবে ।