ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী (West Bengal Weather Update) । ভোর থেকেই গলদঘর্ম অবস্থা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়ছে । বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় তাপপ্রবাহের (Heatwave) পূর্বাভাস রয়েছে । এদিন, তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া । কলকাতায় (Kolkata Weather) তাপপ্রবাহের সম্ভাবনা কম । তবে, অস্বস্তিকর গরম থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই । শুক্রবারও একই পরিস্থিতি থাকবে
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বজ্রবিদ্যৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে । তবে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর ও মালদা । আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি এরকমই থাকবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ।
আরও পড়ুন, LPG GAS Price: পর পর তিনমাস কমল রান্নার গ্যাসের দাম
এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ।