তীব্র গরমের দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। মার্চেই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা ছিল সকলের। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই (Weather update) ছিল।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore weather office) পূর্বাভাস বলছে, সোমবার উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও শহর সংলগ্ন অঞ্চল মেঘলা থাকলেও আজ বৃষ্টির পূর্বাভাস নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম আরও বাড়বে। তবে আগামী ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।