ঢাকে কাঠি পড়ল বলে, দেবীর বোধন না হলেও মণ্ডপে মণ্ডপে ভিড় কিন্তু বাড়ছে মহালয়া থেকেই। আর তারও আগে থেকে শুরু হয়েছে বাঙালির ঘনঘন আবহাওয়ার আপডেটে চোখ বুলনো, আকাশের মুখ কেমন থাকবে পুজোর কদিন?
আকাশের মুখ সামান্য ভার হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই যে নেই, সে ব্যাপারে আশ্বস্ত করেছে হাওয়া অফিস।
Same Sex Marriage: সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি সংক্রান্ত মামলায় আজ রায় দিয়ে পারে আদালত
তৃতীয়া অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলার বৃষ্টি হবে না। তৃতীয়ায় উত্তরবঙ্গের তিনটি জেলায় একেবারে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। বাকি পাঁচটি জেলায় বৃষ্টি হবে না।