বঙ্গে বর্ষার শেষ স্পেল। তাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মূলত এই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে দাবি হাওয়া অফিসের। কারণ, ইতিমধ্যেই নিম্নচাপ অনেকটাই দূরে চলে গিয়েছে। ফলে এই বিক্ষিপ্ত বৃষ্টিতেই দক্ষিণবঙ্গে খানিকটা ঘাটতি মিটতে পারে।
আলিপুরের পূর্বাভাস, রবিবার থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সোমবার বিশ্বকর্মা পুজো। ওইদিন সকালের দিকে খানিক বৃষ্টি হলেও, বেলা বাড়ার সঙ্গে ঘুড়ি ওড়াতে কোনও বাধা নেই বলেই দাবি হাওয়া অফিসের।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। এদিন বেলার দিকে কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে।