ভাইফোঁটার সকাল থকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে। এই আবহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার বৃষ্টি হওয়ার কথা। তবে কি ভাইফোঁটার দিনে কলকাতাও ভিজবে বৃষ্টিতে?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য ওপরে থাকবে। আজকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শহর লাগোয়া দুই জেলায় আজ বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ না হলেও কলকাতাতেও খুব শিগগির বৃষ্টি নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।