সপ্তাহের শুরুতে বঙ্গে আরও নামল পারদ । মাঝ নভেম্বরেই হিমেল পরশ রাজ্যজুড়ে । উত্তুরে হাওয়ায় ভর করে শীত আসছে রাজ্যে । সপ্তাহের প্রথম দিনই তা আরও বেশি করে টের পেল বাঙালি । সোমবারও একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা । এখনও পর্যন্ত নভেম্বরের শীতলতম দিন আজ ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । রবিবার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির ঘরে । এদিন, আরও ১ ডিগ্রি কমল তাপমাত্রা । সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা অনেকটাই কমেছে । বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভালই টের পাওয়া যাচ্ছে ঠান্ডা । আবহাওয়া দফতর জানিয়েছে, ১-৩ ডিগ্রি পর্যন্ত নামবে পারদ । আপাতত ২-৩ দিন এই ঠান্ডা আমেজ বজায় থাকবে । পশ্চিমী ঝঞ্ঝার কারণে এতদিন বাংলায় উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল । কিন্তু ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করছে । কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকার আবহাওয়া জানান দিচ্ছে শীত আর বেশি দূরে নেই ।