শীত ভাগ্যে ফের কিছুটা বিলম্ব। মাঝ ডিসেম্বরেও বাংলায় শীত উধাও। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অথবা তার উপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। আপাতত স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে কলকাতার পারদ। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
মান্দাসের পর নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আন্দামান সাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের।