পুজোর মুখে দক্ষিণবঙ্গবাসীর জন্য দারুণ সুখবর। বৃষ্টির সম্ভাবনা তো নেই, পুজোর আগেই নাকি আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃহস্পতিবার থেকেই জলীয় বাষ্পের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে। মহালয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে।
Howrah Murder: হাওড়ায় ভরসন্ধ্যায় বাড়িতে ঢুকে প্রৌঢ়াকে কুপিয়ে খুন, গুরুতর জখম ছেলেও
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে।