রাজ্যে (West Bengal Weather Update) এখনও পুরোপুরি সক্রিয় নয় বর্ষা (Monsoon) । তবে, পূর্বাভাস মতোই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । মঙ্গলবার সকাল থেকে রোদ-মেঘের লুকোচুরি খেলা চলছে । মাঝে মাঝে দু-এক পশলা বৃষ্টি । কোথাও আবার একটু বেশি । তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, আগামী চার-পাঁচদিন ভারী বৃষ্টি (Rain Forecast in West Bengal) হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ।
রাজ্যজুড়ে কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি এবং দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে, আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না । মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছেন হাওয়া অফিস ।
আরও পড়ুন, MJ Jacob wins bronze at 80: বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় অশীতিপর প্রাক্তন বাম বিধায়কের
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে । তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা,কোচবিহার এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
অন্যদিকে, টানা বৃষ্টিতে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রের । মুম্বইয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে । বহু মানুষের মৃত্যু হয়েছে ।