ঘূর্ণাবর্তের চোখ রাঙানি । ফের দুর্যোগের ঘনঘটা । আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) জানিয়েছে, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে (North Bengal Weather) ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain Update) পূর্বাভাস দেওয়া হয়েছে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । এদিন বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনায় । কলকাতাতেও বৃষ্টি হবে । আগামী দুই-তিনদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে ।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং ও কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা । সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস । এদিন শহরে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী দুই-তিনদিন তাপমাত্রা বাড়তে পারে বলে খবর ।
উল্লেখ্য, অগাস্টে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD । সেইসঙ্গে এল নিনোর চোখরাঙানি । তার মধ্যেই নতুন করে বর্ষার ইনিংস শুরুর ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন । আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।