ডিসেম্বর পড়ে গেল, কিন্তু শীত কোথায়, এতদিন এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করছিল মুখ মুখে । প্রশ্নের জবাব কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন রাজ্যবাসী । রবিাবর রাত থেকেই পারদ নামতে শুরু করেছে । সোমবারের সকাল কুয়াশা মোড়া । সপ্তাহের শুরুটা হল কনকনে ঠান্ডায় । মরসুমের শীতলতম দিন দেখল কলকাতা অগ্রহায়ণের শেষে ব্যাটিং শুরু হয়ে গেল শীতের ।
সোমবার সকালে কলকাতার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমেছে । রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের স্পেল শুরু হয়ে গিয়েছে । আবহাওয়া দফতর মনে করছে, আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। আগামী কয়েকদিন কুয়াশার পরিমাণ বেশি থাকবে । পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে তাপমাত্রা ।
উত্তরবঙ্গেও পারদ অনেকটাই নেমেছে । তবে, দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে ।