দুর্গোপুজো কেটেছে ছাতার তলাতেই। কালী পুজো আলোর উৎসব, কিন্তু সেখানেও বাধ সাধতে পারে সাইক্লোন। এমনই আশঙ্কার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস। তবে বঙ্গ থেকে বর্ষা পাত্তারি গুটিয়ে বিদায় নিয়েছে বলেই খবর আবাহাওয়া দফতর সূত্রে। যদিও শনিবার কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, এবং আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে আগামী সপ্তাহে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঘনিয়ে আসছে ঘূর্ণাবর্ত 'সিত্রাং'? আগামী কয়েকদিন আকাশ মেঘমুক্ত থাকলেও, ঘূর্নাবর্তের জেরে আবহাওয়ায় বদল আসতে পারে। ১৪ থেকে ১৮ অক্টোবর ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷
হাওয়া অফিসের এক আধিকারিক জানান, একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ১৮ অক্টোবর নাগাদ। আন্দামানে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর তা উত্তর - পশ্চিমে এসে নিম্নচাপে পরিণত হতে পারে। শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ।