সপ্তাহের শেষ দিন গুমোট ভ্যাপসা গরম থেকে খানিক রেহাই মিলতে পারে, এমটাই জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন সেভাবে তাপমাত্রা বাড়েনি তিলোত্তমার, কিন্তু গুমোট আবহাওয়া জারি ছিল।
Subrata Bhattacharjee : সবুজ-মেরুন মঞ্চে ভারত অধিনায়ক সুনীলের হাতেই প্রকাশিত হল 'বাবলু'
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলিসিয়াস। রবিবার কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।
হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।