এখনই বৃষ্টিহীন হচ্ছে না তিলোত্তমা। শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বাংলাদেশে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত, এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে হাওয়াবদলের সম্ভাবনা। সপ্তাহান্তে খানিক কমতে পারে বৃষ্টির দাপট।
Jadavpur University-ISRO: যাদবপুরে র্যাগিং রুখতে কীভাবে কাজ করবে ইসরোর প্রযুক্তি?
মূলত শনিবার মেঘলাই থাকবে আকাশ। দফায় দফায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টিপাত কমার সঙ্গে সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।