মাঘের শুরুতে কলকাতায় অকাল বর্ষণ(Rain)। শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)।
দার্জিলিং-কালিম্পং সহ উত্তরবঙ্গের পাহাড়ি তুষারপাতের (snowfall) সম্ভাবনা। পাশাপাশি, উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টির সম্ভবনা। উপকূলবর্তী জেলা এবং নদিয়া ও মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্বাভাবিক ভাবেই মাঝ মাঘের আগেই বৃষ্টির ফলে শীতের দাপট খানিকটা কমবে। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা (lowest temperature)।