দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার সকাল থেকেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপরই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ রাজ্যের ১০ জেলায়।
জানা গিয়েছে, শেষ ৬ ঘণ্টায় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টার ১৮ কিলোমিটার। সকাল সাড়ে ৮টায় এর অবস্থান ছিল পুদুচেরি থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে। চেন্নাই থেকে এর দূরত্ব ছিল ৪৫০ কিলোমিটার। পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে এই নিম্নচাপয যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।
স্থলভূমিতে প্রবেশের পর এই ঝড়ের গতি থাকবে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর সরাসরি প্রভাব না পড়লেও বুধবার থেকে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, নদীয়াতেও।