শীতের বিদায়লগ্নেও রবিবার ফের পারদ পতন কলকাতায়। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকেই বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
রবিবার কলকাতার (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এরই মধ্যে রাজ্যে দেখা,দিয়েছে বৃষ্টির ভ্রুকুটি। ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন: West Bengal Covid Update: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮১, মৃত্যু হয়েছে ১২ জনের
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি এবং সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। বসন্তের সমাগমের আগে উত্তুরে হাওয়ার দাপট কমছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।