বঙ্গোপসাগরের (Bay Of Bengal Depression) উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্রবার দুপুর থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। উত্তাল সমুদ্র ও নদী।
এরই মধ্যে কাকদ্বীপে (Kakdweep) ১৫০-২০০ জন যাত্রী নিয়ে মাঝ নদীতে ঢেউয়ের সঙ্গে ভেসেলের লড়াই। নিম্ন চাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে কচুবেড়িয়া ভেসেল পরিবহন বন্ধ রাখার ঘোষণা করে রাজ্য ভূতল পরিবহন দপ্তর।
Tapsee Pannu: কলকাতায় তাপসী পান্নু, সাতসকালে পৌঁছে গেলেন 'দিদি'র পাড়ায়, ব্যাপার কী?
দুপুর ২টোর সময় ভেসেলটি কচুবেড়িয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে পাড়ি দেয়। হঠাৎই মাঝ নদীতে ঝড়ো হাওয়ার জেরে উত্তাল ঢেউয়ের সম্মুখীন হতে হয় ভেসলটিকে। স্বাভাবিক ভাবেই মাঝ নদীতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা পর ভেসেলটি কচুবেড়িয়া ভেসেল ঘাটে পৌঁছয়। ভেসেলের সকল যাত্রীরা সুস্থ রয়েছে।
কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সন্দেশখালির সরবেড়িয়া এলাকায়। কয়েক মুহূর্তের টর্নেডোর দাপটে ভেঙেছে বেশ কিছু গাছ ।কয়েক কিলোমিটার এলাক ক্ষতিগ্রস্ত, বেশ কিছু বাড়ির এসবেস্টাস, টিন উড়ে যাওয়ায় গ্রামবাসীর মাথায় হাত। ব্লক প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দীঘা থেকে ১৪০ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে, সাগর থেকে ১০০ দক্ষিণ পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি।