ভুয়ো সিমকার্ড ব্যবহার করে ওটিপি তৈরি করা । সেই ওটিপি আবার কেনা-বেচা চলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে । এমনকী, চিন ও পাকিস্তান পর্যন্ত সেই চক্রের জাল ছড়িয়ে থাকতে পারে । বিস্ফোরক তথ্য উঠে এল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তে । ইতিমধ্যেই অভিযানে নেমে চক্রের পান্ডা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে ।
সপ্তাহ দুই আগেই পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) একটি বিশেষ অভিযান চালায় মুর্শিদাবাদ, হুগলি এবং পূর্ব বর্ধমানে । অভিযানে নেমে মোট ৯জনকে গ্রেফতার করা হয় । ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, ভিন রাজ্যেও ছড়িয়ে রয়েছে ওটিপি বিক্রি চক্রের জাল । তদন্তে নেমে হিমাচল প্রদেশে থেকে গৌরব শর্মাকে গ্রেফতার করে পুলিশ । তাঁকে চক্রের অন্যতম মূল পাণ্ডা বলে মনে করছে পুলিশ ।
পুলিশের দাবি, ৩৫ বছরের এই যুবক বিভিন্ন অ্যাপ থেকে ওটিপি সংগ্রহের কাজ করত । তার যোগাযোগ আন্তর্জাতিক গ্যাংগুলির সঙ্গে ছিল । পুলিশ জানিয়েছে IRCTC, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রেম, সুইগি ইত্যাদি অ্যাপ থেকে এক অভিনব পদ্ধতিতে ওটিপিগুলি সংগ্রহ করত গৌরব শর্মা। তারপর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন নম্বর সহ সেই সংগ্রহ করা ওটিপিগুলি বিক্রি করত আন্তর্জাতিক সংস্থাগুলিকে । ওই ব্যক্তির সঙ্গে পাকিস্তান ও চিনের লোকজনের লেনদেন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।