রামপুরহাটের (Rampurhat) বকটুই গ্রামের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (Sit) গঠন করা হল। এই ঘটনার জেরে রামপুরহাট থানার ওসি (Oc) ত্রিদিব প্রামাণিককে বসিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক (Sdpo) সায়ন আহমেদকে। এই ঘটনার দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে। এদিন নবান্ন সূত্রে খবর, রামপুরহাটের ঘটনার তদন্তে তৈরি করা হয়েছে তিন দলের সিটের দল। এই ঘটনার জেরে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে পুলিশ ও দমকলের মধ্যে সমন্বয়ের অভাবের ছবি।
তৃণমূলের উপ-প্রধান ভাদু শেখ খুনের ঘটনার জেরে স্থানীয় বকটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। ঘটনাস্থলে গিয়ে দমকলের তরফে দাবি, করা হয়েছিল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন লাগার ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি বাড়ি থেকেই সাত জনের দেহ উদ্ধার করা হয়েছে। দমকলের এই তথ্যে সায় দিলেও বীরভূমের (Birbhum) পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠির (Nagendra Tripathi) পাল্টা দাবি, এই ঘটনায় সাত জনই মারা গিয়েছেন। তবে কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট করেননি তিনি। যদিও আগুন লাগানোর অভিযোগে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় মারা যান তৃণমূল (TMC) নেতা তথা উপপ্রধান ভাদু শেখ। তার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এলাকা। পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এই প্রসঙ্গে বলেন, "এই মুহূর্তে বলা যাচ্ছে না উপ-প্রধানের মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না, না কি শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত করা হবে।"
আরও পড়ুন: Rampurhat Violence: তৃণমূল নেতা খুনে অগ্নিগর্ভ রামপুরহাট! মৃত অন্তত ১০
সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় মারা যান তৃণমূল (TMC) নেতা তথা উপপ্রধান ভাদু শেখ। তার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এলাকা। পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এই প্রসঙ্গে বলেন, "এই মুহূর্তে বলা যাচ্ছে না উপ-প্রধানের মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না, না কি শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত করা হবে।"