সরকারি দফতর, ফুটপাথ-সহ আরও নানা কিছুর পর রাজ্যে (West Bengal) এবার চালু হতে চলেছে নীল-সাদা স্কুল ইউনিফর্ম (School Uniform)। এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ছাত্রদের জন্য বরাদ্দ হয়েছে সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের জন্য থাকবে নীল-সাদা শালোয়ার কামিজ এবং নীল-সাদা শাড়ি। সব পোশাকের পকেটেই থাকবে বিশ্ব-বাংলা (Biswa Bangla) লোগো।
সম্প্রতি এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানেই নির্দিষ্ট করে জানানো হয়েছে, রাজ্য সরকার এবার স্কুলের যেই পোশাক বিলি করবে, সেই পোশাকার রং হবে নীল সাদা। ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে ডিএমদের কাছে।
সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে শিক্ষক সংগঠনগুলির একাংশ।সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, দুর্নীতির নতুন রাস্তা খুঁজে বের করেছে শাসকদল তৃণমূল।